হেফাজত দুর্গে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি ও হেফাজত দুর্গ বলে খ্যাত চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসন থেকে প্রাথমিকভাবে নাম ঘোষণা করেছে বিএনপি।
ওই আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারী পৌরসভার মীরের খিল গ্রামের কৃতীসন্তান। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র।
এদিকে ওই আসনের নাম ঘোষণার পর তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে লেখেন- ‘আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ আংশিকে ধানের শীষ আমানত হিসেবে আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপি আমার হাতে দিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় চেয়ারম্যান তারেক রহমানকে, আমাকে ধানের শীষের যোগ্য মনে করার জন্য। ইনশাআল্লাহ, আপনার আস্থার সম্মান রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কৃতজ্ঞ হাটহাজারীবাসী-বায়েজিদবাসী এবং বিএনপি পরিবারের প্রতি।’
নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ আসনে আমার মতো অনেকেই সম্ভাব্য প্রার্থী ছিলেন। তাদের মধ্য থেকে দল প্রাথমিকভাবে আমাকে এ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। ধানের শীষ প্রতীক একা আমার নয়, এই প্রতীক সবার।
তিনি বলেন, ইতোমধ্যে আমি এ আসনের যারা সম্ভাব্য প্রার্থী ছিল তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করব। সব শ্রেণিপেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং হাটহাজারী উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-৫ আসনে সম্ভাব্য প্রার্থী ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।
