ডিএনএ পরীক্ষায় মিলল পিতৃপরিচয়
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করেন এক তরুণী (১২)। ডিএনএ পরীক্ষায় জানা গেছে ওই শিশুর পিতা কে।
মঙ্গলবার ডিএনএ রিপোর্ট দেওয়ানগঞ্জ মডেল থানায় আসে। এতে জানা গেছে ওই শিশুর পিতা সোলাইমান (২২) নামের এক যুবক।
স্বামীর অধিকার ও নবজাতক পিতৃত্ব পরিচয়ের জন্য কিশোরীর পিতা ২০২৪ সালে ১৬ ডিসেম্বর বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলায় মডেল থানা পুলিশ অভিযুক্ত সোলাইমানকে ঢাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাবন্দি।
কিশোরী জানান, তার বাড়ি সদর ইউনিয়নের দিঘলকান্দি পশ্চিমপাড়া গ্রামে। একই গ্রামের সোলাইমান (২২) তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কলঙ্ক রটানোর ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়মিত শারীরিক সম্পর্ক করেন। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার নবজাতকের বয়স ৪ মাস।
প্রথম থেকেই ওই কিশোরী বলেছেন, সন্তানের পিতা সোলাইমান। ডিএনএ রিপোর্ট জানার পর ওই কিশোরী বলেন, এখন আমাকে সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতি দেওয়া হোক।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, ডিএনএ নমুনা পরীক্ষায় মিলেছে ওই শিশুর পিতৃ পরিচয়। বর্তমানে সোলাইমান কারাবন্দি।
