মনোনয়ন পাওয়ায় সমর্থকদের নিয়ে শুকরিয়া নামাজ আদায় করলেন ফজলে হুদা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বদলগাছী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ, জাতি, দলের অগ্রগতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং হাজারো সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এ আসনে বিএনপির শক্তিশালী সংগঠিত প্রস্তুতিতে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
শুকরিয়ার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, এই মনোনয়ন শুধু আমার একার নয়। এটি মহাদেবপুর ও বদলগাছী উপজেলার সব নেতাকর্মীর সম্মিলিত প্রাপ্তি। বিএনপির আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ আসন থেকে আরও দুজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমি বিশ্বাস করি, তারা সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা মিলেমিশে জনগণের ভোটে এ আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনব।
