Logo
Logo
×

সারাদেশ

আলোচিত আলোকবালিতে এবার যুবদল নেতাকে কুপিয়ে জখম

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

আলোচিত আলোকবালিতে এবার যুবদল নেতাকে কুপিয়ে জখম

নরসিংদীর আলোচিত চরাঞ্চল আলোকবালিতে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কবীর হোসেনকে কুপিয়ে জখম করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবীর হোসেন জমিতে কাজ করছিলেন। এ সময় সংঘবদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন।

এর আগে একই এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হাতে যুবদল নেতা সাদেক মিয়া ও আরও দুই বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু নেতৃত্বাধীন সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সঙ্গে চাঁদাবাজি ও অবৈধ ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে।

গ্রামবাসী জানান, কয়েক দিন আগে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী আলোকবালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রকাশ্যে মহড়া দেয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। বুধবারও আসাদ ও দীপু বাহিনীর রুবেল ১০/১২ সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবীরের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামালা চালিয়ে গুরুতর আহত করে।

অভিযোগের বিষয়ে জানতে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ আসাদ ও চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম