Logo
Logo
×

সারাদেশ

কিশোরীকে যৌন নিপীড়ন, বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

কিশোরীকে যৌন নিপীড়ন, বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল করিম (৭৬) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গফরগাঁওয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ওই কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে (৪ নভেম্বর) পাগলা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার ওই বীর মুক্তিযোদ্ধাকে আদালতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে। 

পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) আসামি আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে একই গ্রামের কিশোরীকে (১৬) যৌন নিপীড়নের অভিযোগে আটক করা হয়। আটকের পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ বিকালে তাকে হেফাজতে নেয়। মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ি একই এলাকায়।

কিশোরীর বাবা বলেন, তার মাদ্রাসাপড়ুয়া মেয়েকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে মুক্তিযোদ্ধা আব্দুল করিম। এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে আটক করে। তিনি আরও বলেন, পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে নিয়ে আসার সময় গলায় জুতার মালা ছিল না। 

পুলিশ হেফাজতে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল করিম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বিরুনিয়া বাজার থেকে বাড়ি আসছিলেন তিনি। ফেরার পথে মিথ্যা অভিযোগে শাহিন তাকে আটক করে। পরে শাহিন এবং তার ছেলে হাবিবুল্লাহ বাড়ির পাশে একটি গাছে প্রায় তিন ঘণ্টা বেঁধে রেখে গলায় জুতার মালা পরিয়ে মারপিট করে। পূর্ব বিরোধের জেরে শাহিন তাকে এ ধরনের নির্যাতন করেছে বলে মুক্তিযোদ্ধা আব্দুল করিম জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম