Logo
Logo
×

সারাদেশ

বেনামি ফেসবুক আইডির অপপ্রচারে ক্ষুব্ধ হাসান সরকার

দলের ভাবমূর্তি নষ্ট করতে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

দলের ভাবমূর্তি নষ্ট করতে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে

গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল আংশিক) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, তার জনপ্রিয়তা ও দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গীতে নিজের প্রতিষ্ঠিত আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সম্প্রতি ‘গাছা থানা বিএনপি মিডিয়া’ নামের একটি বেনামি ফেসবুক আইডি থেকে জনৈক আব্দুল বাতেন রনির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, হাসান উদ্দিন ও তার চাচাতো ভাই রাকিব উদ্দিন সরকার পাপ্পু নাকি বলেছেন- ‘৫০০ লোক মেরে হলেও টিকিট আনবে’ এবং এর প্রতিবাদ করায় রনি এখন মৃত্যুভয়ে রয়েছেন।

ওই ভিডিওতে হাসান উদ্দিন সরকারের চাচাতো ভাই ও একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পুর বিরুদ্ধেও হত্যার হুমকির অভিযোগ আনা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া আব্দুল বাতেন রনি একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। তাকে ব্যবহার করে মনোনয়ন প্রতিযোগিতায় থাকা প্রতিদ্বন্দ্বী পক্ষ বা রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার বলেন, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু চরিত্রহননমূলক অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই, বিষয়টি তদন্ত করে এই অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।

সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম