Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য বিস্তারের জেরে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ এএম

আধিপত্য বিস্তারের জেরে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজনের আহত হবার খবর পাওয়া গেছে।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটা থেকে টানা তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের সময় প্রতিপক্ষের বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানান সোনারগাঁও থানার এসআই রাশেদুল ইসলাম।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। পিরোজপুর ইউনিয়নের বালুমহাল নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের জেরে রাতে সাড়ে আটটার দিকে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ান। একে অপরের উপর ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি বাড়িঘরে লুটপাট ও আগুন দেন তারা। 

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন, স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকরা একে অপরের বাড়িতে আগুন দিয়েছেন। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর ইট-পাটকেলও ছুঁড়েছে তারা। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম