‘সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা’
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এদিন সশস্ত্রবাহিনী ও সাধারণ মানুষের ঐক্যে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজদিখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।
সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রশিদ মাসুদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, কেয়াইন বিএনপি সভাপতি মো. নাছিম খান, ইছাপুরা বিএনপির মো. নাজমুল, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, জান্নাতুল ফেরদৌস লাকি, মোস্তাফিজুর রহমান রিপন, সিরাজদিখান উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, মাহমুদা আক্তার দিশা প্রমুখ।
