দুই সন্তানের সামনে মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
চকবাজারের ইসলামবাগ এলাকা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে চকবাজার থানা পুলিশ।
মৃত সোহাগী বেগম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কিশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে ইসলামবাগে ভাড়া বাসায় বসবাস করতেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক জহুরুল হক জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, সোহাগীর স্বামী সোহেল ঢাকার লালবাগে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করেন। এলাকায় অনেকেই সোহেলের কাছে টাকা পেতেন। পাওনাদাররা প্রায়ই দেনা পরিশোধের জন্য সোহেলের পাশাপাশি তার স্ত্রী সোহাগীকেও ফোন দিয়ে হুমকি দিতেন। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
ঘটনার দিন সোহেল বাইরে ছিলেন। তিনি দুই সন্তানকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর সন্তানরা ফিরে এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখতে পায়, তাদের মা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে এলাকাবাসী থানায় খবর দেয়।
এসআই জহুরুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও আর্থিক সংকটের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

