সেই ‘কানকাটা’ কাদেরকে পিটিয়ে হত্যা
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় আব্দুল কাদের জিলানী প্রকাশ কানকাটা কাদেরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে চৌমুহনী পৌরসভার হাজীপুরের ছেরাং বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের জিলানী হাজীপুর এলাকার মৃত গোফরান মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, আবদুল কাদের একজন খারাপ প্রকৃতির লোক হয়। সে মাদকাসক্ত ও মাদক কারবারির সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন ঘটনায় ৪টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদক কারবার নিয়ে কিছু লোকের সঙ্গে তার বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এ বিরোধের জেরে রাতে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে হাজীপুরে ছেরাং বাড়ির সামনে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার এসআই কুতুব উদ্দিন জানায়, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

