Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজার-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

মৌলভীবাজার-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে গণঅধিকার পরিষদের একক মনোনয়ন প্রত্যাশী আব্দুন নুর তালুকদার। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং গণঅধিকার পরিষদের ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির সমন্বয়ক। 

শনিবার রাতে নিজ নির্বাচনি এলাকা বড়লেখা পৌরসভার গাজিটেকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এ আসনে গণঅধিকার পরিষদের তিনি একক মনোনয়ন প্রত্যাশী। আগামী ১৪ নভেম্বর গণঅধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে। রাষ্ট্র সংস্কার ও এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে তিনি প্রার্থী হচ্ছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম