Logo
Logo
×

সারাদেশ

যুবশক্তির কমিটি গঠনের পরই সদস্য সচিবের পদত্যাগ ঘোষণা

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

যুবশক্তির কমিটি গঠনের পরই সদস্য সচিবের পদত্যাগ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু।

শনিবার রাতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত শরীয়তপুর জেলা কমিটির ফেসবুকে প্রকাশ করা হয়।

কমিটিতে কাউসার মৃধাকে আহ্বায়ক ও আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়েছে।

জিতু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের পোস্টে জাতীয় যুবশক্তির আহ্বায়ক বরাবর লেখেন- ‘আমি, আমিন মোহাম্মদ জিতু, জাতীয় যুবশক্তি এনসিপির সদ্য ঘোষিত জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তবে ব্যক্তিগত কিছু বিশেষ কারণে বর্তমানে আমি এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ। সংগঠনের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় এবং দায়িত্ব সঠিকভাবে পালন অব্যাহত রাখতে পারে এমন কাউকে সুযোগ দেওয়ার স্বার্থে আমি সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং ভবিষ্যতেও সংগঠনের অগ্রযাত্রায় পাশে থাকার চেষ্টা করবো। অতএব, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এ ব্যাপারে আমিন মোহাম্মদ জিতু বলেন, আমাকে জাতীয় যুবশক্তির (এনসিপি) শরীয়তপুর জেলা কমিটি সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি আসলে রাজনীতি করতে চাচ্ছি না। এ কারণে আমার পদত্যাগপত্র ফেসবুকে দিয়ে দিয়েছি। রোববার আনুষ্ঠানিকভাবে ঢাকায় গিয়ে পদত্যাগপত্র জমা দেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম