Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের লকডাউনে সারা দেশে পরিবহণ বেশি চলাচল করবে

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

আ.লীগের লকডাউনে সারা দেশে পরিবহণ বেশি চলাচল করবে

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেছেন, আওয়ামী লীগের আগামী ১৩ তারিখে ডাকা লকডাউনে সারা দেশে আরও বেশি পরিবহণ চলাচল করবে। কোনো পরিবহণ চলাচল বন্ধ থাকবে না। এছাড়া আওয়ামী লীগের ১৩ তারিখের লকডাউন সারা দেশের মানুষ এবং শ্রমিকরা প্রতিহত করবেন।

সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির খান বলেন, আমরা ১৩ তারিখের বিষয়ে শঙ্কিত না তবে আশঙ্কিত। ১৩ তারিখের বিষয়ে তারা ভারতে বসে বিভিন্ন মাধ্যমে এ দেশে নাশকতা সৃষ্টি করার জন্য তাদের একটা সিদ্ধান্ত পরিকল্পনা থাকতে পারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সেই নাশকতার মধ্যে থাকতে পারে পরিবহণ, টার্গেট থাকতে পারে বিভিন্ন টার্মিনাল, টার্গেট থাকতে পারে বিমানবন্দর, রেল জংশন। আমরা সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন ও কেন্দ্রীয় মালিক সমিতির মাধ্যমে প্রত্যেকটা টার্মিনালে আমরা রেড অ্যালার্ট দিয়ে দিয়েছি। আমরা আশাকরি ফ্যাসিস্টের কোনো দোসর ১৩ তারিখ তো দূরের কথা, আগামী নির্বাচনে কোথাও তাদের ঢিল ছোড়ার ক্ষমতা নাই।

তিনি বলেন, শেখ হাসিনা হরতাল ডেকে নিজেই গাড়ি বন্ধ করছে। বিরোধী দলের কর্মসূচিতে গাড়ি বন্ধ করে দিয়েছে। এটা শেখ হাসিনার যুগ না। গণতান্ত্রিক যুগের জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলমত নির্বিশেষে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন। এ নির্বাচন দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন মিনারসহ সড়ক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম