মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সদরপুর উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে। মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে নির্জন এক বাগানে নিয়ে এই কাণ্ড ঘটানো হয়।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সদরপুর উপজেলার চর চাঁদপুর ভূঁইয়াডাঙ্গী গ্রামের বাগানে। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাইয়ের বিরুদ্ধে সদরপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন শিশুটির মামা।
এজাহার দায়েরের পর বিষয়টি জানাজানি হয়। অভিযুক্তের নাম শামিম বেপারী (৩৩)। সে উপজেলার চরচাঁদপুর কোলপাড় গ্রামের বাসিন্দা।
কিশোরীর মামা ও মামলার বাদী ছত্তার খান বলেন, ঘটনার পরদিন ৮ নভেম্বর সদরপুর থানায় অভিযুক্ত দুলাভাই শামিম বেপারীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। গত ৭ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত শামিম বেপারী বাড়ি থেকে চর চাঁদপুর বাজারের আল এহসান ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য আমার ভাগ্নিকে নিয়ে যায়। কিছু সময় পর শিশুটির খোঁজ নেওয়া হলে- মাদ্রাসার শিক্ষিকার মোবাইলে ফোন করে কিশোরী কান্নাকাটি করে তার মামি ও মায়ের কাছে পুরো ঘটনাটি জানায়।
কিশোরীর অভিযোগ, বাজারে যাওয়ার পথে সদরপুর থানাধীন চর চাঁদপুর ভুঁইয়াডাঙ্গী আফসার কাজীর বাগানের কাছে পৌঁছলে শামিম বেপারী ঔষধি গাছ আনার কথা বলে তাকে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনাটি জানার পর ভুক্তভোগীর মামা ও তার মা দ্রুত মাদ্রাসায় গিয়ে শিশুটির কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। অসুস্থ হয়ে পড়লে তাকে গোপনে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শামিম বেপারী পলাতক রয়েছেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
