Logo
Logo
×

সারাদেশ

উখিয়া বাজারে আগুন, দোকান রক্ষা করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

উখিয়া বাজারে আগুন, দোকান রক্ষা করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজারের উখিয়া স্টেশনের কৃষি ব্যাংকসংলগ্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে গেছে।

এ ঘটনায় নিজের দোকান রক্ষা করতে গিয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক ব্যবসায়ী পুড়ে মারা গেছেন। তিনি সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের মৃত আলী মিয়ার ছেলে এবং উখিয়া কাঁচাবাজারের প্রবেশমুখের গলিতে ম্যাট্রেসের দোকান চালাতেন। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডটি সোমবার বিকাল ৪টার দিকে উখিয়া স্টেশনের একরাম মার্কেটে ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, বিকালে আকস্মিকভাবে আগুন লাগার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও নানা স্থাপনা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়।

ডলার ত্রিপুরা বলেন, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মৃত মোহাম্মদ আলীর মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, যেখানে আহতদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজেদুল ইমরান শাওন জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম