Logo
Logo
×

সারাদেশ

হোটেলের বাথরুমে বাসচালকের লাশ

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

হোটেলের বাথরুমে বাসচালকের লাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি খাবার হোটেলের বাথরুম থেকে শহিদুল্লাহ (৫০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। সোমবার সকালে হোটেলের বাথরুম থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

বাসচলালক শহিদুল্লা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেগুনহাটি গ্রামের করম আলীর ছেলে। তিনি ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাসের চালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চালক শহিদুল্লাহ দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি রোববার দিবাগত রাতে ঢাকা থেকে জলসিঁড়ি বাস চালিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডে আসেন। তিনি রাতের খাবার খেয়ে  বাসের মধ্যেই ঘুমিয়ে ছিলেন, রাত আনুমানিক ৩-৪টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হেলপারকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেন। ভোররাতে তিনি বাথরুম করার জন্য বাসস্ট্যান্ডে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টে যান।

দীর্ঘসময় অতিবাহিত হলেও বাথরুম থেকে বেরিয়ে না আসায় পাশে গিয়ে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে রেস্তোরাঁর কর্মচারীরা বাথরুমের উপর থেকে উঁকি দিয়ে দেখেন ভিতরে তিনি পড়ে আছেন। পরে হোটেলের লোকজন পুলিশকে খবর দিলে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শহিদুল্লার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, মৃত  শহিদুল্লাহ ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাস চালাতেন। তিনি হার্টের রোগী ছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। মধ্যরাতে বুকে ব্যথা হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন। সকালে একটি হোটেলে বাথরুম করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম