চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
ঢাকা কলেজ শাখার সাবেক নেতা ও মাদারীপুর কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব খান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক নেতা ও মাদারীপুর কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব খানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাহবুব খান ওই এলাকার ফজলুল খানের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা রয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ‘লকডাউনকে’ কেন্দ্র করে ছাত্রলীগ নেতা মো. মাহবুব খান তার নিজ ফেসবুক আইডিতে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টি করার লক্ষে উসকানি ও বিভ্রান্তিমূলক পোস্ট করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়।
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, ছাত্রলীগ নেতা মো. মাহবুব খানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ দুটি মামলা রয়েছে। তার গতিবিধিও রহস্যজনক ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

