Logo
Logo
×

সারাদেশ

‘আইন মেনে চলে সহযোগিতা করুন, পুলিশকে খুশি করার প্রয়োজন নেই’

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

‘আইন মেনে চলে সহযোগিতা করুন, পুলিশকে খুশি করার প্রয়োজন নেই’

পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেছেন, দেশে জনপ্রিয় পর্যটন জেলাগুলোর মধ্যে বান্দরবান অন্যতম। দেশি-বিদেশি পর্যটকে মুখরিত জেলা শহরটি অগোছাল। যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য, গণপরিবহণগুলো নিয়মশৃঙ্খলা না মানায় শহরটির সৌন্দর্য হারাতে বসেছে।

তিনি আরও বলেন, ভ্রমণকারী দেশি-বিদেশি পর্যটকদের কাছে ভাবমূর্তি হারাচ্ছে। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন জনসাধারণ। পর্যটন শহরটি পরিচ্ছন্ন পরিপাটি যানজট-দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা আইন মেনে চলে সহযোগিতা করুন, পুলিশকে উৎকোচ দিয়ে খুশি করার প্রয়োজন নেই। পুলিশের কোনো সদস্য সুবিধা চাইলে তথ্য দিন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে ব্যবসায়ী-পরিবহণ শ্রমিক-মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এসব কথা বলেন।

এ সময় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সর্দার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মান্না দে, অতিরিক্ত পুলিশ ক্রাইম জিনিয়া চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাঙ্গু ট্রাভেলস পরিবহণের সাধারণ সম্পাদক আলাউদ্দীন শাহরিয়ার, ট্রাক মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবুল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সালেহ, জিপ-মাইক্রো-সিএনজি শ্রমিক সমিতির সভাপতি জহির উদ্দিন মাসুম, অটোরিকশা টমটম মালিক সমিতির প্রতিনিধি বশির আহমেদ, জিপ মাইক্রো শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার আরও বলেন, সরকারের শুল্ক সুবিধা গ্রহণ করে আমদানি করা অ্যাম্বুলেন্স নাম্বারের এক্সনুহা গাড়িগুলোর অবৈধভাবে যাত্রী পরিবহণ বন্ধ করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে অ্যাম্বুলেন্স নাম্বারের গাড়িগুলো কাগজপত্র পরিবর্তন করে যাত্রী পরিবহণের অনুমতি না নিলে বান্দরবান চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের ভোগান্তি লাঘবে ভ্যানগাড়িতে করে রাস্তা দখল করে অবৈধ ব্যবসা বাণিজ্য চলতে দেওয়া হবে না। জনসাধারণের ভোগান্তি ও যানজট কমাতে বাজারের ভিতরে মালবাহী ট্রাক রাত ৮টার পর থেকে সকাল ৯টা পর্যন্ত প্রবেশ করতে পারবে। নিয়মশৃঙ্খলা ভঙ্গ করলেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম