Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে গণপিটুনিতে গরু চোর চক্রের এক সদস্যের মৃত্যু

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

গোপালগঞ্জে গণপিটুনিতে গরু চোর চক্রের এক সদস্যের মৃত্যু

প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে শামীম মিয়া (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া ওই উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।   

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার লখাইরচর গ্রামের ঝিল্লু কাজি বাড়ির গোয়াল ঘর থেকে বাছুরসহ একটি গাভি চুরি করে ট্রাকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। ট্রাকটি উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে পৌঁছলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গরুসহ ৮ চোরকে স্থানীয় লোকজন আটক করে। পরে চোরদের গণপিটুনি দিয়ে রাস্তার উপর ফেলে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আহত চোরদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শামীম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ওসি জানান, গুরুতর আহত চোর চক্রের সাত সদস্য লিটন, সুমন হাওলাদার, ইলিয়াস সরদার, ফারুক শেখ, সোহাগ, বিপ্লব সরকার ও ফয়সাল মিয়াকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বাড়ি বিভিন্ন জেলায়। তারা সংঘবদ্ধ হয়ে গরু চুরি করেন।

নিহত শামীম মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম