Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে আরও একটি বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম

গাজীপুরে আরও একটি বাসে আগুন

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা৷  

এর আগে কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার শেষ রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের মধ্যে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে গাড়িটি বেশিরভাগ অংশ পুড়ে গেছে। 

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার খবর আসে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম