Logo
Logo
×

সারাদেশ

স্বামীর চিকিৎসার বিনিময়ে সন্তান দান

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

স্বামীর চিকিৎসার বিনিময়ে সন্তান দান

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চিকিৎসার বিনিময়ে নবজাতককে এক দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। 

সম্প্রতি উপজেলার দর্শনা থানার আকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে তৃতীয় সন্তান হিসেবে এক কন্যাশিশুর জন্ম দেন আকন্দবাড়িয়া আবাসনের বাসিন্দা ইসমত আরা খাতুন। তার স্বামী মিকাইল হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসা ব্যয় বহনে অক্ষম ওই পরিবারটি শেষপর্যন্ত মানবিক সংকটে পড়ে নবজাতককে তুলে দেন এক নিঃসন্তান দম্পতির হাতে। 

প্রথমদিকে বিষয়টি গোপন রাখা হলেও পরে স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীরা অভিযোগ করেন, নবজাতক হস্তান্তরের পেছনে অর্থের লেনদেন হয়েছে। 

তবে নবজাতক গ্রহণকারী দম্পতি দাবি করেন, এখানে কোনো আর্থিক লেনদেনের প্রশ্ন নেই। সম্পূর্ণ মানবিক বিবেচনায় এবং লিখিত এফিডেভিটের মাধ্যমে শিশুটির দায়িত্ব নিয়েছেন তারা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ জানিয়েছেন, পরিবারটির আর্থিক দুরবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, এটি নিছক অপরাধ নয়, একটি মানবিক ট্র্যাজেডি। আমরা চাই, অভাব যেন কাউকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য না করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম