কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুড়াবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কাশিমপুর-জিরানি বাজার সড়কে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম ফিরোজ মিয়া (৬০)। তিনি কাশিমপুরের সুড়াবাড়ি এলাকার মৃত আজহার মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, সকালে বাইসাইকেল চালিয়ে সুড়াবাড়ি এলাকায় শালিকার (স্ত্রীর ছোট বোন) বাসায় যাচ্ছিলেন ফিরোজ মিয়া। একপর্যায়ে কাশিমপুর-জিরানী বাজার সড়কে একটি কভার্ডভ্যান তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মঞ্জুরুল।

