Logo
Logo
×

সারাদেশ

জামায়াত প্রার্থীর প্রচারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

জামায়াত প্রার্থীর প্রচারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

প্রতীকী ছবি: যুগান্তর

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের নির্বাচনি প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার বহুলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম বহুলী নতুনপাড়ার আব্দুল আজিজের স্ত্রী। এ সময় তাহমিনা খাতুন নামে আরও এক নারী আহত হয়েছেন।

নিহতের মেয়ের জামাই পাপ্পু মণ্ডল বলেন, খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী শাহিনুর আলম বৈঠক শেষে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোয়ারা বেগমতাহমিনা খাতুন সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেনগাড়িবহরের পেছনে থাকা এক জামায়াতকর্মী দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন; কিন্তু রাস্তা খারাপ হওয়ায় সাইড দেওয়ার সময় মোটরসাইকেলটি মনোয়ারাতাহমিনাকে ধাক্কা দেয়স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারার মৃত্যু হয়

বিষয়ে সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীজেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন, বৃহস্পতিবার সকালে ওই নারীর জানাজাদাফন হয়েছেআমাদের স্থানীয় নেতাকর্মীরাবিষয়ে খোঁজখবর নিচ্ছেন

এদিকে এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম