Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের লকডাউন

শিশুদের হাতে তুলে দেওয়া হয় দেশীয় অস্ত্র

Icon

আব্দুল মান্নান, ভাঙ্গা (ফরিদপুর)

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

শিশুদের হাতে তুলে দেওয়া হয় দেশীয় অস্ত্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করা হয়। এ অবরোধ চলাকালে শিশুদের হাতে দেশীয় অস্ত্র রামদাসহ লাঠিসোটা তুলে দেয় অবরোধকারীরা। 

এছাড়া দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক আটকিয়ে অবরোধ করেন দলটির নেতাকর্মীসহ নারী ও শিশুরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। 

তবে সুশীল সমাজ বলেছেন, শিশুদের হাতে দেশীয় অস্ত্র তুলে দেওয়া ঠিক হয় নাই। এটা সামাজিক অবক্ষয় ব্যাধি ও অন্যায়। আন্তর্জাতিক আইনে বলা আছে রাজনৈতিক কাজে দেশীয় অস্ত্র দিয়ে শিশুদের ব্যবহার করা যাবে না ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড এলাকায় শিশুদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

এছাড়া ফরিদপুর জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে তার ফেসবুকে লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে ওই লাইভ ভিডিওতে দেখা যায়, মহাসড়কটির উপর গাছের গুঁড়ি ফেলে রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে শতাধিক স্থানীয় নেতাকর্মীদের দেশীয় অস্ত্র রামদা, ঢাল-সড়কি হাতে মহাসড়কে অবস্থান করছেন।

এ সময় নারীদের পাশাপাশি অন্তত ১০ জন শিশু হেলমেট মাথায় ও দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে সড়কে অবস্থান করে। তাদের মধ্যে একটি শিশুকে হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। 

এ সময় ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আটকা পড়ে সড়কের দুইপাশে হাজার হাজার যানবাহন। ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন এবং পরে অন্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, শিশুরা আমাদের সন্তান। তারা ভবিষ্যৎ গড়তে এবং সামনে অনেকদূর পথ চলতে হবে তাদের। রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার করে ঠিক করেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম