Logo
Logo
×

সারাদেশ

লকডাউনে যেমন ছিল গোপালগঞ্জ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

লকডাউনে যেমন ছিল গোপালগঞ্জ

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। 

বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ সদরের উলপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে একটি মাইক্রোবাস থেকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া গোপালগঞ্জ পূর্ত ভবনে দুর্বৃত্তরা কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় ওই অফিসের মিতসুবিশি কোম্পানির এল ২০০ ডাবল কেবিনের একটি পিকআপে আগুন ধরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

গণপূর্ত অফিসের নৈশপ্রহরী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতের দিকে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের। 

অপরদিকে বুধবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়ক ও ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরে গাছ ফেলে অবরোধের চেষ্টা করে আন্দোলনকারীরা। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে গাছ সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিপলু আহমেদ। 

এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শহরের দোকানপাট ও বিপণিবিতান খোলা ছিল। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করে। এছাড়াও শহরের মধ্যে রিকশা ও অটোসহ ছোট ছোট যান চলাচল করতে দেখা যায়। অফিস-আদালতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।   

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশের কয়েকটি টিম টহল অব্যাহত রেখেছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম