Logo
Logo
×

সারাদেশ

৩৮ মামলার আসামি গ্রেফতার

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

৩৮ মামলার আসামি গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে সর্বমোট ৩৮ মামলার এজাহারভুক্ত ও একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মঙ্গলকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. দুলাল (৪২) মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের ইয়াকুব দরবেশ বাড়ির মৃত মোখলেছুর রহমান প্রকাশ মুগবুল আহাম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুলালের বিরুদ্ধে ৩৮টি মাদক মামলা রয়েছে। এলাকায় তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম