Logo
Logo
×

সারাদেশ

বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার আওতাধীন তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেলসদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে তিতুদহ ইউনিয়ন বিএনপির স্থানীয় কয়েকজন এলাকাবাসী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পেছনের ঝোপঝাড়ের ভেতর লুকানো বোমাসদৃশ বস্তুটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে দর্শনা থানা পুলিশকে বিষয়টি জানালে খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং পরে সেটি উদ্ধার করে।

হঠাৎ ককটেলসদৃশ বস্তুর খোঁজ মিলতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন জানান, ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পেছনে জায়গাটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় সেখানে কে বা কারা বিস্ফোরকটি রেখে গেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ঘটনাটি কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, আমরা তিতুদহ ইউনিয়নের বিএনপি কার্যালয়ের পেছন থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজশাহীর র‌্যাব-১২-এর বোম ডিসপোজাল টিমকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং তারা বোমাটি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশ আরও জানায়, বোমা নিষ্ক্রিয় হওয়ার পর বিস্ফোরকটি কিভাবে সেখানে এলো, কারা এটি রাখল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম