Logo
Logo
×

সারাদেশ

পরকীয়ায় বলি আশরাফুল, গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে র‍্যাব

Icon

রংপুর (বদরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৮ এএম

পরকীয়ায় বলি আশরাফুল, গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে র‍্যাব

জাতীয় ঈদগাহের সামনে থেকে দুটি নীল রঙের ড্রামে খণ্ডিত অবস্থায় আশরাফুল হকের (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: যুগান্তর

রংপুরের বদরগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল তিনদিন আগে তার বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজ ও তার প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিবি জানান, ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় বোনের দায়ের হওয়া মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ডিবি।

অপর এক বার্তায় র‌্যাব জানায়, রংপুর বদরগঞ্জের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ খণ্ড বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

এরআগে, সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ব্যবসায়ী আশরাফুলের বোন। সেই মামলায় কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার হয় জরেজ ও তার প্রেমিকা শামিমা।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঈদগাহের সামনের সড়কের ঢাকার হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৭ টার দিকে সিআইডির ক্রাইম সিনের ইউনিট ঘটনাস্থলে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করে সিআইডির টিম।

পরিবারের লোকজন আশরাফুলের মৃত্যুর খবর শুনে রংপুরের বদরগঞ্জের গোপালপুর নয়াপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম