পরকীয়ায় বলি আশরাফুল, গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে র্যাব
রংপুর (বদরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৮ এএম
জাতীয় ঈদগাহের সামনে থেকে দুটি নীল রঙের ড্রামে খণ্ডিত অবস্থায় আশরাফুল হকের (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের বদরগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল তিনদিন আগে তার বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজ ও তার প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিবি জানান, ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় বোনের দায়ের হওয়া মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ডিবি।
অপর এক বার্তায় র্যাব জানায়, রংপুর বদরগঞ্জের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ খণ্ড বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
এরআগে, সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ব্যবসায়ী আশরাফুলের বোন। সেই মামলায় কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার হয় জরেজ ও তার প্রেমিকা শামিমা।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঈদগাহের সামনের সড়কের ঢাকার হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৭ টার দিকে সিআইডির ক্রাইম সিনের ইউনিট ঘটনাস্থলে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করে সিআইডির টিম।
পরিবারের লোকজন আশরাফুলের মৃত্যুর খবর শুনে রংপুরের বদরগঞ্জের গোপালপুর নয়াপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
