আ.লীগের ২ নেতাকে কারাগারে প্রেরণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম
রায়পুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টার সময় শহরের পাউবো ও রাখালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে শনিবার (১৫ নভেম্বর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল (৪৫) ও সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান (৫৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সদর থানায় করা গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূইয়া বলেন, সম্প্রতিকালের নির্দেশিত বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুজনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

