কিশোরগঞ্জে রোগীর ব্যাগে সাপ, হাসপাতালে আতঙ্ক
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০১:৫৯ পিএম
রোগীর সঙ্গে আনা সাপ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সাপের কামড়ে আক্রান্ত রোগীর সঙ্গে মেরে ফেলা মৃত বিষধর সাপটি ব্যাগে ভরে হাসপাতালে এনেছিল রোগীর স্বজনরা।
কিন্তু, ডাক্তারকে দেখাতে ব্যাগ থেকে বের করে মেঝেতে রাখতেই মৃত সাপ জীবিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ড জুড়ে।
শনিবার দুপুরে আড়াইশ' শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বেলা আনুমানিক ১১টায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সাপের কামড়ে আহত এক রোগীকে ভর্তি করা হয়।
ওই রোগীর নাম জামান মিয়া। তার বাড়ি সদর উপজোর নীলগঞ্জ গ্রামে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎস এগিয়ে এসে বিস্তারিত জানতে চাইলেন জামান ও তার স্বজনদের কাছে।
রোগী ও তাঁর স্বজনরা তখন জানান, ঘরঘিন্নী সাপটি কামড়িয়েছে। আর কামড় দেয়ার পর সাপটিকে তারা মেরে ফেলেছে এবং সেই সাপটিকে দেখানোর জন্য তারা একটি ব্যাগে ভরে সঙ্গে করে নিয়ে এসেছে হাসপাতালে।
ওই ডাক্তার তখন মৃত সাপটিকে কোন প্রজাতির তা দেখতে চাইলে রোগীর স্বজনরা পলিথিন থেকে এটিকে বের করতেই মৃত সাপ জীবিত অবস্হায় ওয়ার্ডের মেজের এদিকওদিক ছোটাছুটি শুরু করে দেয়।
এ সময় ওয়ার্ডে থাকা অসুস্থ রোগীদের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য, ওয়ার্ডের লোকজন মিলে সঙ্গে সঙ্গে সাপটিকে মেরে ফেলতে সমর্থ হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ওই কর্তব্যরত চিকিৎসক কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হুদা সাংবাদিকদের জানান, রোগীর স্বজনরা যখন বললেন যে, সাপটিকে তারা মেরে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমি তখন সাপটি কোন প্রজাতির ছিল তা জানতে চাই। এ সময় তারা সাপটিকে পলিথিন ব্যাগ থেকে সাপটিকে বের করে। তারপর যে কী অবস্থা তৈরি হয় বলাই বাহুল্য। এতে রোগীদের পাশাপাশি আমিও আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি।
রোগীর অবস্থার কী জানতে চাইলে তিনি জানান, রোগী বর্তমানে সুস্থ্য আছেন।তার সবরকম শঙ্কা কেটে গেছে।
