মাদ্রাসা থেকে পালিয়ে আসা ছাত্রকে পরিবারের কাছে পৌঁছে দিলেন ওসি-আইনজীবী
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শীতের মধ্যরাত। সময় তখন রাত ১২টা। এমন সময় চাঁদপুরের ফরিদগঞ্জ বাস টার্মিনালে উপস্থিত থাকা ঢাকার গাবতলীর একটি মাদ্রাসা থেকে পালিয়ে আসা এক ছাত্রকে (১২) উদ্ধার করে রায়পুর থানায় পৌঁছে দিয়েছেন লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি আবদুল আহাদ শাকিল।
দুই দিন ধরে নিখোঁজ থাকা এই কিশোরকে না পেয়ে চরম উদ্বিগ্ন ছিল পরিবার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মানবিক সিদ্ধান্ত নেন থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া।
শীতের রাতের কথা চিন্তা করে ওসি নিজাম ও অ্যাডভোকেট শাকিল ঠিক করেন—ছেলেটিকে নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
কথোপকথনের একপর্যায়ে ওই ছাত্র জানায়, তার বাড়ি সোনাপুর ইউনিয়নে। রাত ১টা ৪৫ মিনিটে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরের বাড়ি শনাক্ত করেন। অপেক্ষার পর সন্তান পেয়ে পরিবারের সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
