Logo
Logo
×

সারাদেশ

ওভারটেক করতে গিয়ে ট্রাক-গাছে ধাক্কা খেয়ে বাস খাদে, নিহত ৫

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রাম

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

ওভারটেক করতে গিয়ে ট্রাক-গাছে ধাক্কা খেয়ে বাস খাদে, নিহত ৫

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক ও গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাট বটতলা এলাকায় রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ জনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত বাসযাত্রী আব্দুল মান্নান জানান, চট্টগ্রামমুখী বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। মহাসড়কের বটতলা এলাকায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে দ্রুতগতিতে থাকা তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়।

আব্দুল মান্নানের ভাষ্যমতে, ৫ যাত্রী নিহতের পাশাপাশি বাসে থাকা সব যাত্রীই কম-বেশি আহত হয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. জাকির রব্বানী বলেন, সিডিএম পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট পাঁচজনের লাশ আমরা পেয়েছি। এর মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত পাঁচ যাত্রীর মধ্যে দু’জনের নাম পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম