Logo
Logo
×

সারাদেশ

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ: বাবর

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ: বাবর

নেত্রকোনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ। আমার নির্বাচনি এলাকায় মাদক ও জুয়া চলবে না, কোনো অন্যায় অনিয়ম করা যাবে না।

রোববার সকালে কাইটাইল ইউনিয়নের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে তিনি ওসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানে পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,  সিনিয়র সহ সভাপতি আবু তাহের আজাদ, সাংগঠনিক সম্পাদক, ফজলে এলাহী টুটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল  যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লা সায়েম, পৌর বিএনপি সহ-সভাপতি হাদিস মিয়া, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান প্রমুখ।

গত শুক্রবার থেকে লুৎফুজ্জামান বাবর নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনি পথসভা করেন। ১৬ নভেম্বর কাইটাইল ইউনিয়নে মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়, বারড়ী বাজার, খাগুরীয়া ঈদগাহ মাঠ, জাওলা বাজার ও বটতলা বাজারে পথসভার মধ্য দিয়ে ৩ দিনের কর্মসূচি শেষ করে ঢাকায় চলে যান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম