Logo
Logo
×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

আখাউড়া স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ শানুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত শানু আখাউড়া স্থলবন্দর এলাকার মৃত আবু তাহের সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন।

ওসি জানান, তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং উপজেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে শাহনেওয়াজ শানু অন্যতম ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ ছমিউদ্দিন আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম