প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীতে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।রোববার (১৬ নভেম্বর) রাতের এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেখা দিয়েছে। প্রতিরাতেই জেলাজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন প্রকার অপরাধ ঘটছে। স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অভিযোগ, এমন অপরাধের স্বর্গরাজ্য অতীতে ফেনীতে দেখা যায়নি। জেলা রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত- ফেনীর অপরাধ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে পুলিশ-প্রশাসন। ইতোমধ্যে অপরাধ নিয়ন্ত্রণে গিয়ে সোনাগাজী ও পরশুরামে অনেক পুলিশ অপরাধীদের হামলায় আহত হয়েছেন।
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকলেও অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছেনা পুলিশ। প্রতিদিন ঘটছে বিভিন্ন অপরাধ। এই অঞ্চলের মানুষেরা নিরাপত্তা নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে।
রোববার রাত ১২টায় চরদরবেশ ইউনিয়নের সাহেবের ঘাট ব্রিজের পশ্চিম পাশের ভূইয়ার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মনোরঞ্জন চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের কলা বাগান এলাকার বোট বাড়ির জোবেন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে গলাকাটা লাশ দেখতে পেয়ে তারা সোনাগাজী মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সোনাগাজী-কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকায় অটোরিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চালক ছিনতাইকারীদের কবলে পড়তে পারেন। ছিনতাই করতে না পেরে তাকে হত্যা করা হতে পারে।

