Logo
Logo
×

সারাদেশ

অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

অভয়নগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। সোমবার ভোরে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ, প্রেমবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওলিয়ার রহমান, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য রায়তুল্লাহ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান, মোজাম্মেল হোসেন, সুন্দলী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুইট মল্লিক, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সজীব মণ্ডল, ওয়ার্ড যুবলীগ নেতা বাপ্পি মণ্ডল।

অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, নাশকতার মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম