Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানভর্তি ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকাসহ বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

রোববার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক থেকে এসব পণ্য জব্দ করে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার এসব তথ্য জানিয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুনারুঘাটের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরনের ভারতীয় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে রোববার ভোরে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে আটককৃত দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ডভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম