Logo
Logo
×

সারাদেশ

স্কুলবাসে অগ্নিসংযোগ, চালক হত্যা

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান অনিক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান অনিক গ্রেফতার

আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে গ্রেফতার। ছবি: যুগান্তর

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগ বাসচালক হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আদাবর এলাকায় জেলা গোয়েন্দা শাখা শিবালয় থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়। ডিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করা হয়। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান খান সুলতানের ছেলে।

শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, স্কুলবাসে অগ্নিসংযোগ বাসচালক পারভেজ খান হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অনিককে ধরা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ স্কুলবাসচালক পারভেজ খান (৪৫) সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বৃহস্পতিবার গভীর রাতে ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা বাসে দুর্বৃত্তরা আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা পারভেজ দগ্ধ হন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা এবং দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের পরিবহণ চালক ছিলেন।

ঘটনার পর স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে মামলা করেন। পারভেজের মৃত্যুর পর মামলায় এখন হত্যার ধারা যুক্ত করা হচ্ছে। গত নভেম্বরও শিবালয়ের উথলী সংযোগ মোড়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম