Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালী-২

মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

Icon

সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম

মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নোয়াখালী-২ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল। ছবি: যুগান্তর

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়নপ্রত্যাশী কাজী মফিজুর রহমানের অনুসারীরা। 

তিনি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলা পরিষদের সামনে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্যসচিব ও সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই মশাল মিছিলটি শুরু হয়।

মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে মশাল মিছিলের আগে ও পরে সেনবাগ-সোনাইমুড়ী প্রধান সড়কের বিএনপি কার্যালয়ের সামনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

মশাল মিছিলকারীরা নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের করে একই সঙ্গে তারা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগের কর্মীবান্ধব পরীক্ষিত নেতা কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার জোরাল দাবি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম