বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন হত্যার প্রধান আসামি গ্রেফতার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
রুহুর আমিন হত্যার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত (৩১)। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
অবশেষে গ্রেফতার হলো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় এলোপাতাড়ি গুলিতে একটি শিল্পগোষ্ঠীর বিক্রয় প্রতিনিধি রুহুর আমিন হত্যার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ওই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, হত্যাকাণ্ডের পর র্যাব-১১ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে মো. রফিকুল ইসলাম রবিনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পটোয়ারী ছেলে। তার বিরুদ্ধে সর্বশেষ হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। যার মধ্যে সবগুলোই ডাকাতি ও দস্যুতার। এর মধ্যে ফরিদগঞ্জ থানায় দুটি এবং বাকি ১৩টি মামলা লক্ষ্মীপুর জেলার রায়পুর, রামগঞ্জ ও সদর থানায়।
র্যাবের অনুসন্ধানে ও রবিনের প্রাথমিক স্বীকারোক্তি মতে, ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের গ্রামের মিজি বাড়ির অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে রুহুল আমিন (৩৭) সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের ফরিদগঞ্জের বিক্রয় প্রতিনিধি। সে দিনের বেলায় ডিপো থেকে পণ্য নিয়ে মোটরসাইকেলে বিক্রয় করে রাতের বেলায় ডিলারের কাছে পণ্য বিক্রয়লব্ধ অর্থ জমা দিতেন। প্রতিদিনের মতো রুহুল আমিন গত ১১ নভেম্বর রাতে বিভিন্ন স্থানে পণ্য বিক্রয় করে রাতে বিক্রয়লব্ধ অর্থ মোটরসাইকেলে ডিলারের কাছে বুঝিয়ে দিতে যাওয়ার সময় ডাকাত রবিন ও তার সহযোগী পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে রুহুল আমিন তাদের পিছু নেন। একপর্যায়ে রুস্তমপুর এলাকার সমিতি পোলের গোড়া এলাকায় রুস্তমপুরগামী পাকা রাস্তার ওপর লোকজন দেখে রুহুল আমিন সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার দিলে রবিন রুহুল আমিন লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, র্যাবের হাতে রবিন ডাকাত গ্রেফতারের কথা জেনেছি। র্যাব হাস্তান্তর করলে অন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

