কালীগঞ্জের সাবেক পৌর মেয়রের ইন্তেকাল, জেলা বিএনপির শোক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
জানাজার নামাজের দৃশ্য। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার মেয়র মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষন স্কুল মাঠে মরহুমের প্রথম ও বাদ জোহর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শহরের থানাপাড়ার বাসিন্দা মাহবুবার রহমান বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহে ঢাকাতে চিকিৎসা শেষে নিজ বাড়িতেই ছিলেন। সোমবার বেলা ১১টায় আবারও অসুস্থ হয়ে পড়লে যশোরে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জামায়াত ইসলামীর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এবং জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা ও কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা তার জানাজায় অংশ নেন।
এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কালীগঞ্জ উপজেলাসহ জেলা বিএনপির সব ইউনিট কার্ষালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
