ধানখেতে পাওয়া নবজাতককে বাঁচানো গেল না
রংপুর ব্যুরো ও মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরে ধানখেতে পাওয়া নবজাতককে অবশেষে বাঁচানো গেল না। হয়তো কারো নাড়িছেঁড়া ধন ছিল হতভাগ্য এই নবজাতক। তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রামে নবজাতক ছেলে শিশুটিকে ধানখেতে ফেলে যায়। সেখানে শিশুটির কান্নার শব্দ অনুসরণ করে স্থানীয় এক কৃষক শিশুটিকে উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, নবজাতককে রাতের আঁধারে সেখানে ফেলে রেখে গেছে কেউ। দীর্ঘ সময় শীতে-ঠাণ্ডায় খোলা আকাশের নিচে থেকে নবজাতকটি নিস্তেজ হয়ে পড়ে। তাকে উদ্ধারের পরেই তাৎক্ষণিক প্রাথমিক পরিচর্যা করে উন্নত চিকিৎসার জন্য মিঠাপুকুর থানা পুলিশের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নেওয়া হয়। অবশেষে সব ধরনের চেষ্টা ব্যর্থ করে নবজাতকটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার সময় মৃত্যুবরণ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালে উপস্থিত মিঠাপুকুর থানার এসআই সোহরাব হাসান।
নবজাতককে উদ্ধার করেছিলেন স্থানীয় কৃষক আব্দুল করিম। তার সঙ্গে কথা হলে তিনি জানান, তার কৃষিজমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনে ফুটফুটে নবজাতককে দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধানখেতে। পরে আব্দুল করিম পুলিশের সহায়তায় শিশুটিকে দ্রুত প্রাথমিক সেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে হাসপাতালে মারা যায়। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
