লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভৈরবের যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০ লাখ টাকা দামের জমি ও নগদ ১০ লাখ টাকা দিয়েও স্বপ্নের দেশ ইতালি যাওয়া হলো না ভৈরবের যুবক আরমানের (৩৫)। তিনি ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর আলুকান্দা এলাকার রেনু মিয়ার ছেলে।
মঙ্গলবার সকালে দালাল জসিম ফোন করে জানায় লিবিয়ার ত্রিপলী থেকে সাগরপথে বোটে চড়ে ইতালি যাওয়ার পথে অগ্নিকাণ্ডে আরমানের মৃত্যু হয়। এ খবরে আরমানের পরিবারে চলছে কান্নার আহাজারি। দিশেহারা ৩ সন্তানসহ স্ত্রী নার্গিস বেগম।
সরেজমিন জানা যায়, ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের আলুকান্দা এলাকার আরমান মিয়া মালয়েশিয়া থেকে ৫ বছর পর দেশে ফেরেন। দেশে কিছু দিন থাকার পর একই এলাকার দালাল জসিমের সঙ্গে ২০ লাখ টাকা দামের জমি ও নগদ ১০ লাখ টাকার বিনিময়ে লিবিয়া থেকে সাগর পথে স্বপ্নের দেশ ইতালিতে পাঠানোর চুক্তি হয়। সেই অনুযায়ী সম্পূর্ণ টাকা ও জমি জসিমের নামে দলিল করে দেন আরমান।
এরপর গত ৭ নভেম্বর বাংলাদেশ থেকে প্রথমে সৌদি আরবে যান। সেখানে ১ দিন থাকার পর মিসরে পাঠানো হয়। তারপর সেখান থেকে লিবিয়ায় যান আরমান। লিবিয়ায় কিছু দিন থাকার পর গত ১৬ নভেম্বর ত্রিপলী সাগরপাড় থেকে বিশেষ বোটের মাধ্যমে ইতালি পাঠানো হবে বলে জানান দালাল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যুবক আরমান অবস্থান করেন।
আরমানের ছোট ভাই নয়ন মিয়া জানান, মঙ্গলবার সকালে দালাল জসিম মিয়া ফোনের মাধ্যমে আমাকে জানান- আমার ভাই আর জীবিত নেই। সে নাকি ইতালি যাওয়ার পথে মারা গেছেন।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, আমরা জানতে পেরেছি ইতালি যাওয়ার উদ্দেশ্যে আরমান নামের এক যুবক লিবিয়ায় মারা গেছেন। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
