Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন। ছবি: যুগান্তর

গাজীপুরের বাঘের বাজার এলাকার ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে আগুনের তীব্রতার খবরে আরও ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। তবে ওই কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে গেছে বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম