|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী জিকে গউছ বলেছেন, আওয়ামী লীগ একটি ধোঁকাবাজ সংগঠন ছিল। তারা দেশের মানুষকে পদে পদে শুধু ধোঁকা দিয়েছে। পলাতক হাসিনা মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে বন্দি করে রেখেছিল। বেগম খালেদা জিয়া তার দ্বারা এত কষ্ট পেয়েছেন, নির্যাতিত হয়েছেন তবুও তার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশ এক চরম সংকটে পড়ে। সেদিন খালেদা জিয়া আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসারত থেকে একটি অডিও বার্তা দিলেন; যা বিদ্যুতের গতিতে জাতির সামনে ছড়িয়ে গেল। সারা দেশের মানুষকে আহ্বান জানালেন আমরা যেন অতীতের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা যেন প্রতিহিংসাপরায়ন না হই। আমরা যেন কোনো মানুষের প্রতি অসংলগ্ন আচরণ না করি। খালেদা জিয়ার নির্দেশে দেশ শান্ত হয়ে গেল। খালেদা জিয়ার আহ্বানে আমরা পলাতক স্বৈরাচারের দেশের মানুষকে নিরাপত্তা দিলাম। আমরা বুঝাতে চেষ্টা করলাম আওয়ামী লীগ আর বিএনপি এক নয়। আমরা আমাদের কাজ দিয়ে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করলাম।
বুধবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তৃতা করেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন, যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন প্রমুখ।
জিকে গউছ বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিএনপি রাজনীতিতে যারা সক্রিয় ছিলেন কিছু কিছু মানুষ আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছিলেন। কিন্তু শ্রদ্ধেয় তারেক রহমান সারা দেশে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং যাচাই করে তা প্রমাণিত হয়েছে এমন ৮ হাজারের উপর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছেন। তিনি প্রমাণ করেছেন বিএনপি মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে।
