Logo
Logo
×

সারাদেশ

দেশের জনগণ দুষ্কৃতকারীদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

দেশের জনগণ দুষ্কৃতকারীদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন ও অরাজকতার মধ্যে পার্থক্য রয়েছে। যারা এ দেশের মানুষের কাছ থেকে দীক্ষিত হয়ে যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে। দুষ্কৃতকারীরা দুষ্কৃত-কর্ম করবে এটাই স্বাভাবিক। আজকে পার্শ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে- দেশের জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, কোনোভাবেই দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। মিনিমাম কোনো অনুতপ্ত নেই। সব শ্রেণি-পেশার মানুষকে তারা হত্যা করেছে। কোনোভাবেই এ দেশের ফ্যাসিবাদ কায়েম না করতে পারে সে ব্যাপারে মানুষ সচেতন রয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ আলী ইমাম তপন, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট ১২টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় সৈয়দ জালাল ক্লাব এবং টাঙ্গাইল টাইগারস ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল কোর্ট মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান সানু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান সুমনসহ অন্যান্য নেতার।

এসময় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম