উমরাহ পালনে গিয়ে প্রাণ হারালেন এক বাংলাদেশি
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
নজরুল ইসলাম চৌধুরী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের মক্কায় উমরাহ আদায়রত নজরুল ইসলাম চৌধুরী নামে এক হাজি মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হজ পালনরত হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া সামছুল উলুম কামিল (মাস্টার্স) মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন।
তিনি জানান, বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মক্কায় তাওয়াফ শেষে সাফা মারওয়া পাহাড়ে যাওয়ার সময় নজরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
নজরুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুর আহম্মদের নাতি মরহুম মোহাম্মদ ইসহাকের তৃতীয় ছেলে।
জীবদ্দশায় নজরুল ইসলাম উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর মোমেনীয়া মাদ্রাসা, মির্জাপুর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।
