শিশু সন্তানসহ বাকপ্রতিবন্ধী স্ত্রী নিখোঁজ, খুঁজছেন দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের কমলনগরে ঝুমুর আক্তার (২০) নামের বাকপ্রতিবন্ধী (বোবা) এক মা তার দেড় বছরের শিশু সন্তানসহ ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্ত্রী-সন্তানের এখনো সন্ধান না মেলায় নিখোঁজের দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী জামাল উদ্দিন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্ত্রী-সন্তানকে খুঁজে পেতে সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
গত ৪ নভেম্বর তার শিশুসন্তান তাহমিনার জন্য ওষুধ আনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ ঝুমুর আক্তার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৬নং পাটারীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার আচু হাওলাদার বাড়ির শাহ আলমের ছেলে মো. জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।
অপরদিকে স্ত্রীর বাড়ি একই উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায়। তিনিও জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী (বোবা)।
নিখোঁজ গৃহবধূর শ্বশুর শাহআলম জানান, তার ছেলে জামাল চোখে দেখতে পায় না। জন্ম থেকেই অন্ধ। ছেলের বউ বাকপ্রতিবন্ধী (বোবা)। ৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দেড় বছরের বয়সি নাতনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় বাড়িতে কেউ না থাকায় নাতনিকে সঙ্গে নিয়ে তার মা ঝুমুর স্থানীয় হাজিরহাট বাজার থেকে ওষুধ আনতে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তাদের খুঁজে পেতে সম্ভাব্য আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকার মাইকিং ও লিফলেট বিতরণ করে কোথাও তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজের স্বামী দৃষ্টিপ্রতিবন্ধী জামাল উদ্দিন জানান, জন্ম থেকেই তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। বিধাতা চোখের আলো না দেওয়ায় কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন তিনি। দেড় বছরের শিশুসন্তান তাহমিনাকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতেই থাকতেন। সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়ে এখন স্ত্রী-সন্তান দুজনেই নিখোঁজ।
তিনি কান্নাজড়িত কণ্ঠে যুগান্তরকে বলেন, আল্লাহ চোখের আলো দেননি। বিয়ে করেছি স্ত্রী হচ্ছে বোবা। আল্লাহ একটি সন্তান দিয়েছেন, তার চেহারা কেমন তাও দেখতে পারিনি। পৃথিবীর রং কেমন কোনোদিন বুঝতেও পারিনি। তবে দুঃখ ছিল না, এখন স্ত্রী-সন্তান হারিয়ে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও আর রইল না। স্ত্রী সন্তানকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন তিনি।
