Logo
Logo
×

সারাদেশ

ভূমিকম্পে নারায়ণগঞ্জ বন্দরে ভবন হেলে পড়ার গুজব

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

ভূমিকম্পে নারায়ণগঞ্জ বন্দরে ভবন হেলে পড়ার গুজব

ছবি: যুগান্তর

ভূমিকম্পে নারায়ণগঞ্জের বন্দরে ‘ইতালি বিল্ডিং’ হেলে পড়ার তথ্য ছড়িয়ে পড়েছে। এ তথ্য গুজব বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভবনটি হেলে পড়ার গুজব ছড়িয়ে পড়ে। এ সময় ভবনটি দেখতে ভিড় করেন কয়েকশ উৎসুক জনতা। পরে সরেজমিন গিয়ে বিল্ডিংটি অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায়। 

বন্দর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা অনিক জানান, লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ভবনটি হেলে পড়েনি। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে স্থানীয়রা ভবনটি হেলে পড়ার আশঙ্কা করেছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, ২২নং ওয়ার্ডের বন্দরবাজার সংলগ্ন ইতালি বিল্ডিং হেলে পড়ার বিষয়টি সম্পূর্ণ গুজব। ভবনটি ঠিক আছে। 

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম