Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে জনতার ঢল

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে জনতার ঢল

চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। ছবি: যুগান্তর

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় মগ্ন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। প্রতিদিন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বামুটিয়া গ্রামের পাড়া-মহল্লা, দোকান-পাট ঘুরে ভোটারদের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতার জানান দিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি। 

গণসংযোগে ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, মহিচাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর খাঁন, উপজেলা যুবদল সাবেক সভাপতি লোকমান হোসেন শাহজাহান, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তাক আহমেদ খাঁন, মহিচাইল ইউনিয়ন যুবদল সহ-সভাপতি আতিক মুন্সি, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মহিচাইল ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান মজুমদার, মনিরুল হক প্রধান, উপজেলা শ্রমিকদল আহবায়ক আবুল খায়ের মৃধা, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, যুগ্ম আহবায়ক সোহেল তানভীর, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সী প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম